কেহ বলে,—“ভাল ভাল নিমাঞি-পণ্ডিত।
ভাল ভাব লাগে, ভাল গায় নাট গীত॥
মদ্যপ গৃহে না উঠিয়া মদ্যপোচিত উন্মত্ততা প্রদর্শন করিয়া রাজপথে চলিবার কালে কেহ কেহ নিমাই পণ্ডিতকে স্তুতি করিতে লাগিলেন এবং তাঁহার-নৃত্য-গীত, লয়-মান, সুর-তান প্রভৃতি সঙ্গীত-পারদর্শিতার প্রশংসা করিতে লাগিলেন।