শ্রীবাস-পণ্ডিত শ্ৰীমন্মহাপ্রভুকে মদ্যপের গৃহে প্রবিষ্ট হইতে নানাপ্রকারে নিষেধ করা সত্ত্বেও যখন তিনি ভক্তের কোন আবেদন শ্রবণ করিবেন না, বলিলেন, তখন শ্রীবাস গঙ্গাজলে আত্মনিমজ্জন করিবার আকাক্ষা করিলেন। ইহা শুনিয়া ভগবান্ শ্রীগৌরসুন্দর ভক্তের ইচ্ছার বিরুদ্ধে স্বীয় সঙ্কল্প পরিত্যাগ করিলেন। ভগবান্ গৌরসুন্দর বিশুদ্ধ সত্ত্ব-বিচার পরিহার করিয়া মিশ্র তামসিক ও রাজসিক কোন কথার করেন নাই ।কিন্তু এস্থলে ভক্তবর শ্রীবাস যখন দেখিলেন, মিশ্র সত্ত্বের লীলা অভিনয় করিবার দুর্যোগ উপস্থিত হইতেছে, তখন শ্রীগৌরসুন্দরকে তাহা হইতে নিবৃত্ত করিবার সমুচিত যত্ন প্রকাশ করিলেন। অনেকে মনে করেন,—শ্রীগৌরসুন্দর যখন সর্বশক্তিমান্, তখন যেকোন রাজস বা তামস বিচার তিনি তাঁহার লীলার মধ্যে প্রকট করাইতে সমর্থ; কিন্তু প্রকৃত শুদ্ধ-ভক্তগণ তাদৃশ বিশুদ্ধ সত্ত্ব-বিচার ত্যাগ করিয়া ভগবানকে বিকার লীলার অনুমোদনকারী বলিয়া স্থাপন করেন না।