প্রভুর বিশুদ্ধ-সত্ত্ব-বিচার পরিহারপূর্বক রাজস-তামস বিচারের অনুমোদনে ভক্তের দেহত্যাগের সঙ্কল্প এবং ভক্ত বাঞ্ছাপূর্ণকারী শ্রীগৌরহরির তাদৃশ প্রয়াসে বাধা-প্রদান—
প্রভু বলে,—“মোরেও কি বিধি-প্রতিষেধ?”
তথাপিহ শ্রীনিবাস করয়ে নিষেধ॥
শ্রীবাস-পণ্ডিত মহাপ্রভুকে মদ্যপের গৃহে প্রবিষ্ট হইতে নিষেধ করিলে মহাপ্রভু তাঁহাকে বলিলেন,—তিনি বিধি ও নিষেধের অতীত বস্ত্ত, সুতরাং তাঁহাকে নিষেধ করিবার আদর্শ জগতে রক্ষা করিবার আবশ্যকতা নাই।