Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 3

Language: বাংলা
Language: English Translation
  • ভক্তগোষ্টী-সহিত গৌরাঙ্গ জয় জয়।
    শুনিলে চৈতন্য-কথা ভক্তি লভ্য হয়

    ভক্ত, ভজনীয় বস্তু ও ভজন---এই তিনের সম্মিলন না হইলে ভগবানের বিচিত্র বিলাস সম্পাদিত হয় না। এই তিনের অভাবে ভক্তি-বিরোধী নির্বৈশিষ্ট্য বা প্রকাশের অভাব লীলাহীনতাই অবশিষ্ট থাকে। শ্রীচৈতন্যদেবের কথা যাঁহারা আলোচনা করেন না, তাঁহারা ভক্তির স্বরূপ উপলব্ধি করিতে অসমর্থ। যাঁহাদের অজ্ঞান প্রবল, তাঁহারা অভক্ত-শ্রেণীতে প্রতিষ্ঠিত হইয়া ভগবৎসেবা-বিমুখ হন। তখন আত্মম্ভরিতা তাঁহাদের উপর বল প্রকাশ করিয়া তাঁহাদিগকে ভগবান্‌ ভক্ত ও ভক্তি হইতে দূরে অপসারিত করে।

Page execution time: 0.032112121582 sec