শ্রীমদ্ভাগবতে ভ্রান্ত ব্যক্তির গৌরব-বর্ধনে প্রয়াসী ব্যক্তি যমদণ্ড্য—
সে-সব লোকের যথা ভাগবতে ভ্রম।
তাতে যে অন্যের গর্ব, তার শাস্তা যম॥
অতিশয় প্রতিভা-সম্পন্ন, সর্বগুণান্বিত জ্ঞানবান্ পণ্ডিত হইয়াও শ্রীমদ্গবতের অর্থগ্রহণে ভ্রান্ত হইতে পারেন, এরূপ পণ্ডিতগণের গৌরব-বর্ধনের জন্য যাঁহাদের প্রয়াস, ন্যায় ও অন্যায়ের বিচারকর্তা বা পুরষ্কার-তিরষ্কার-দাতা যম তাঁহাদের দণ্ড বিধান করেন।