Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 20

Language: বাংলা
Language: English Translation
  • ভাগবতে ভগবদ্ভজনেতর বিষয়ের ব্যাখ্যা অর্বাচীনতা-মাত্র

    ভক্তি বিনু ভাগবত যে আর বাখানে।
    প্রভু বলে,—“সে অধম কিছুই না জানে

    যে-স্থলে অদ্বয়জ্ঞান ব্রহ্মজ্ঞানীর জ্ঞেয়, সে-স্থলে জ্ঞান-জ্ঞেয়-জ্ঞাতা—এই অবস্থাত্ৰয়ের নির্বৈশিষ্ট্যই চরম আরাধ্য ব্যাপার হয়। যোগিগণ গর্ভোদকশায়ী বিষ্ণুর সহিত সংযুক্ত হইবার প্রয়াস করিয়া কৈবল্য-লাভের যত্ন করেন। ভগবদ্ভক্তগণ সেরূপ নহেন। শ্রীমদ্ভাগবত গ্রন্থে ভগবানের লীলা, পরিকরবৈশিষ্ট্য, অখিল সদ্‌গুণ, ভগবদ্‌রূপ এবং ভগবানের নামাদির উল্লেখ আছে। নিত্যমুক্ত ভগবদ্ভক্ত এবং সাধনসিদ্ধ ভক্তগণ প্রথা ভক্তিপরায়ণ সেবকগণ ভগবানের নিত্যকাল সেবা ব্যতীত অন্য কিছুই প্রয়োজন বোধ করেন না। সুতরাং নিত্য সেবকের সেবা-বিচার ব্যতীত অন্য কথা ভাগবতের মধ্যে নাই; ইহা প্রদর্শন করাই প্রভুর উদ্দেশ্য। যাহারা ভাগবতে ভগবানের নিত্য সেবা ব্যতীত আর কিছু অনুসন্ধান করে, তাহারা নিতান্ত অর্বাচীন জানিতে হইবে।

Page execution time: 0.0356540679932 sec