সবে পুরুষার্থ ভক্তি” ভাগবতে হয়।
‘প্রেম-রূপ ভাগবত’ চারিবেদে কয়॥
সকল বেদশাস্ত্রই শ্রীমদ্ভাগবতকে ‘প্রেম’রূপ প্রয়োজনতত্ত্ব বলিয়া গান করেন। প্রয়োজন-বিচারে সাধারণতঃ ভোগিসম্প্রদায় ধর্মার্থ-কামকেই লক্ষ্য করেন, ত্যাগি-সম্প্রদায় মোক্ষকে পুরুষার্থ বলিয়া ধারণা করেন; ত্যাগি- সম্প্রদায় মোক্ষকে পুরুষার্থ বলিয়া ধারণা করেন; কিন্তু ভোগী ও ত্যাগিসম্প্রদায়ের অতীত সুনির্মল আত্মা ভগবদ্ভজনে পারঙ্গত হইয়া চারিবেন হইতে ধর্মার্থ কাম-মোক্ষ প্রভৃতি চতুর্বর্গ-বিচার পরিহার করিয়া শ্রীমদ্ভাগবতের কৃষ্ণপ্রেমাকেই তাৎপর্য জানেন। কর্ম, জ্ঞান, যোগ, স্বাধ্যায় প্রভৃতি অভিধেয়-সমূহ যথার্থ পুরুষার্থ-সংগ্রহে উৎকণ্ঠিত হইলে ঐগুলির অধিষ্ঠান বিলুপ্ত হইয়া ভক্তিতেই পর্যবসিত হয়।