Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 10

Language: বাংলা
Language: English Translation
  • জানিবার যোগ্যতা আছয়ে কিছু তান।
    কোন্ অপরাধে নহে, কৃষ্ণ সে প্রমাণ

    যদিও সাধারণ লোকে দেবানন্দকে ভাগবতের মহাপণ্ডিত বলিয়া জানে, তথাপি ভগবৎসেবোন্মুখতার অভাবে ভাগবতের উদ্দেশ্য-বোধে তাঁহার তৎকালে যোগ্যতা ছিল না। জীবমাত্রেই বৈষ্ণব, সুতরাং ভাগবতের মর্ম-অর্থ জানিবার যোগ্যতা জীবসূত্রে দেবানন্দের আছে; কিন্তু তাহা সুপ্ত থাকায় ঐ প্রকার অজ্ঞান অপরাধ হইতে উদ্ভূত। তজ্জন্যই তাঁহার জানিবার অধিকার তৎকালে অপসারিত হইয়াছিল। কৃষ্ণ—অন্তর্যামী, কি প্রকার অপরাধে ভাগবত-পঠনপাঠনাদি-সত্ত্বেও তাঁহার অপরাধ হইয়াছিল, তাহা কৃষ্ণ ব্যতীত অদূরদর্শী জীব-সকল বুঝিয়া উঠিতে পারেন নাই।

Page execution time: 0.0362799167633 sec