সপার্ষদ শ্রীশ্রীগৌরসুন্দরের জয়গান—
জয় জয় নিত্যানন্দ-প্রাণ বিশ্বম্ভর।জয় গদাধর-পতি, অদ্বৈত-ঈশ্বর॥
বিশ্বম্ভর—নিত্যানন্দের প্রাণ। তিনিই গদাধর-পতি। তিনিই ঈশ্বর অদ্বৈতের ঈশ্বর।