ভগবল্লীলা-দর্শকের, দুস্কৃতি-সমীপে তদীয় লীলা-দর্শনের কথা বর্ণনেও তাহার তাহাতে অবিশ্বাস—
যে বা দেখিলে, সে বা কৃপা করি’ কয়।
তথাপিহ দুষ্কৃতির চিত্ত নাহি লয়॥
শ্রীগৌরসুন্দরের লীলা যাঁহারা প্রত্যক্ষ করিয়াছেন, তাঁহারা অনুগ্রহ পূর্বক বর্ণন করিলেও ভাগ্যহীন জনগণ তাহাতে বিশ্বাস স্থাপন করিতে সমর্থ হন না। ভাগ্যহীনতাই লীলাদর্শনের বাধক।