ভক্তিবশ ভগবান্—
ধন, কুল, প্রতিষ্ঠায় কৃষ্ণ নাহি পাই।
কেবল ভক্তির বশ চৈতন্য-গোসাএী॥
ধনের দ্বারা, অভিজাত্যের দ্বারা, নানাপ্রকার প্রতিষ্ঠাসংগ্রহের দ্বারা কৃষ্ণ লভ্য হন না, কেবলমাত্র সেবাদ্বারাই কৃষ্ণ বাধ্য হন। ভাগ্যহীন জনগণ শ্রীগৌরসুন্দরের লীলাবিলাস দর্শন করিতে পারে না।