প্রভুর মুরারিকে বাহনরূপে অঙ্গীকার ও মুরারির অনুমোদন—
প্রভু বলে,—“বেটা তুই আমার বাহন।”‘হয় হয়’ হেন গুপ্ত বলয়ে বচন॥
প্রভু তাঁহাকে বাহনরূপে অঙ্গীকার করিলেন, মুরারি উহাতে অনুমোদন করেন।