প্রভুর গরুড়াহ্বানে মুরারির গরুড়োচিত কৈঙ্কর্যের উদয়—
গুপ্ত-দেহে হৈল মহা-বৈনতেয় ভাব।
গুপ্ত বলে,—“মুঞি সেই গরুড় মহা-ভাব॥”
শ্রীবাস-অঙ্গনে মহাপ্রভু নারায়ণ-মূর্তি প্রকাশ করিয়া গরুড়কে আহ্বান করিবামাত্র মুরারি তথায় উপস্থিত হইয়া গরুড়ের ভাবে বিভাবিত হইলেন এবং আপনাকে গরুড়জ্ঞান করিতে লাগিলেন। প্রভুর গরুড়াহ্বানে মুরারির গরুড়োচিত কৈঙ্কর্যের উদয় হইল।