যে সে কেনে নহে বৈষ্ণবের দাসী-দাস।‘সর্বোত্তম সেই’—এই বেদের প্রকাশ॥
বৈষ্ণবগৃহের দাস দাসী যত বড় বা যত ছোটই হউন না কেন, বেদের তাৎপর্য যাঁহারা অবগত হইয়াছেন, তাঁহারাই জানেন যে, বৈষ্ণবের দাসদাসী জগতে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ॥