বিদ্যাধন-প্রতিষ্ঠায় ভগবৎকৃপা-লাভে অযোগ্যতা, কেবল ভক্তকৃপায় ভগবৎপ্রসাদ লাভ—
বিদ্যা-ধন-প্রতিষ্ঠায় কিছুই না করে।
বৈষ্ণবের প্রসাদে সে ভক্তিফল ধরে॥
মানবের বিদ্যা, ধন ও জাতিমদাদি প্রতিষ্ঠায় যাহা লাভ হয় না, মুরারিগুপ্তের ন্যায় ভক্তের বাড়ীর কিঙ্করগণের বৈষ্ণবের অনুগ্রহে সেই প্রসাদ-লাভ ঘটিল।