নদীয়ার আধ্যক্ষিক পণ্ডিতগণাপেক্ষা মুরারি-ভৃত্যগণের সৌভাগ্য—
মুরারি গুপ্তের দাসে যে প্রসাদ পাইল।
সেই নদীয়ায় ভট্টাচার্য না দেখিল॥
শ্ৰীমুরারির গৃহের ভৃত্যগণ যে অনুগ্রহ লাভ করিল, নবদ্বীপের ব্রাহ্মণ-পণ্ডিতগণও সে সৌভাগ্যের অধিকারী হইলেন না। গুপ্তগৃহের দাসগণের ভাগ্যে যে প্রসাদ-লাভ ঘটিল, তাহার দর্শন-সৌভাগ্যও যোগ্যাভিমানি ব্যক্তিগণ পান নাই।