কৃপা দেখি’ মুরারি হইলা অচেতন।মহা-প্রেমে গুপ্তগোষ্ঠী করয়ে ক্রন্দন॥
মুরারি গুপ্তের আত্মীয়-স্বজন শ্রীমহাপ্রভুকে জল পান করিতে দেখিয়া প্রেমভরে ক্রন্দন করিতে লাগিলেন।