প্রভু-কর্তৃক মুরারির জলপাত্রের জলপান, তাহাতে মুরারির চেতন-রাহিত্য ও তদ্গোষ্ঠীর ক্রন্দন—
এত বলি’ ধরি’ মুরারির জলপাত্র।জল পিয়ে’ প্রভু ভক্তিরসে পূর্ণমাত্র॥