গুপ্ত বলে,—“কহিবে কি অজীর্ণ কারণ?কোন্ কোন্ দ্রব্য কালি করিলা ভোজন?”॥
অতি প্রত্যুষে অজীর্ণের প্রতিকার-বাসনায় শ্রীগৌরসুন্দর মুরারির গৃহে উপস্থিত হইলেন, তখন মুরারি প্রকাশ্যভাবে অজীর্ণ হইবার কারণ জিজ্ঞাসা করিলেন।