ভক্ত প্রদত্ত অন্ন মহাপ্রভুর সাগ্রহে ভোজন—
মুরারি দিলে সে প্রভু করয়ে ভোজন।
কভু না লঙ্ঘয়ে প্রভু গুপ্তের বচন॥
গুপ্ত নিজ-গৃহে গিয়া পত্নীর পাচিত অন্ন মুষ্টি মুষ্টি করিয়া গৃহে ছড়াইতে ছড়াইতে উহা কৃষ্ণকে নিবেদন করিলেন। প্রচুর পরিমাণে এই প্রকার অন্ন নিবেদিত হইল। মুরারি প্রদত্ত অন্ন মহাপ্রভু পরিত্যাগ করিতে পারিলেন না। ভক্ত আগ্রহ করিয়া সেবা করিতেছেন, ভগবান্ সেবা বাধ্য হইয়া সেইগুলি গ্রহণ করেন।