মুরারির পত্নীসমীপে অন্ন-প্রার্থনা ও ভূমিতে নিক্ষেপ করিতে করিতে কৃষ্ণকে তাহা অর্পণ—
বিহ্বল মুরারি গুপ্ত চৈতন্যের রসে।‘খাও খাও’ বলি’ অন্ন ফেলে গ্রাসে গ্রাসে॥