নিত্যানন্দ-প্রীতি-হত মুরারির প্রভু-কৃপাপ্রাপ্তি এবং মুরারির স্বরূপ-পরিচয়—
ঘরে যাহ গুপ্ত, তুমি আমারে কিনিলা।
নিত্যানন্দ-তত্ত্ব গুপ্ত তুমি সে জানিলা॥”
শ্রীমহাপ্রভু মুরারিকে বিদায় দিবার কালে বলিলেন, “তুমি শ্রীনিত্যানন্দতত্ত্ব সম্যগ্রূপে অবগত হইয়াছ।’’ স্বয়ংরূপ ভগবান্ তাঁহার প্রকাশস্বরূপ শ্রীনিত্যানন্দ প্রভুর প্রতি মুরারিগুপ্তের দৃঢ় প্রণয় লক্ষ্য করিয়া শ্ৰীমুরারিগুপ্তকে হনুমান-স্বরূপ বলিয়া জানিতে পারিলেন। দাস রসে বিশেষ অনুরাগের সহিত ভজনশীল দেখিয়া শ্ৰীমুরারিগুপ্তের রাম লীলার স্বরূপ শ্রীগৌরসুন্দরের দৃষ্টিগোচর হইল। সুতরাং মুরারি নিত্যানন্দ-প্রীতি-জন্য মহাপ্রভুর কৃপা-পাত্র হইলেন।