জগদ্গুরু-নিত্যানন্দ-বিদ্বেষী, প্রভুর কৃপা প্রাপ্তির অযোগ্য—
নিত্যানন্দে যাহার তিলেক দ্বেষ রহে।
দাস হইলেও সেই মোর প্রিয় নহে॥
যে ব্যক্তি জগদ্গুরু শ্রীনিত্যানন্দের পাদপদ্মে গৌরববুদ্ধি পরিত্যাগ করিয়া সমবুদ্ধি পূর্বক সেবাবৈষম্যে অবস্থিত হইলেন, তাঁহার সকল বিচার লুপ্ত হইল।