আপনার তত্ত্ব প্রভু আপনে শিখায়।ইহা যে না মানে, সে আপনে নাশ যায়॥
মুরারিগুপ্তকে উদ্দেশ করিয়া ভগবান্ যে শিক্ষাদানলীলার অভিনয় করিলেন, তাহা গ্রহণ করিবার সৌভাগ্য যাহার নাই, সে কখনই আত্মরক্ষা করিতে সমর্থ হয় না।