ক্ষণেকে হইলা বাহ্যদৃষ্টি বিশ্বম্ভর।
পুনঃ সে হইলা প্রভু অকিঞ্চনবর॥
যখনই শ্রীমন্মহাপ্রভু প্রাপঞ্চিক সংস্থানের প্রতি লক্ষ্য করিলেন, তখনই তিনি প্রপঞ্চের সকল ঐশ্বর্য, মহত্ত্ব প্রভৃতি পরিহার পূর্বক তৃণাদপি সুনীচ, তরুর ন্যায় সহ্যগুণ—সম্পন্ন এবং নিজে অমানী ধর্ম প্রদর্শন করিয়া সকলকেই সম্মান প্রদান করিলেন— সেব্য-বিগ্রহের বিচারসমূহ পরিত্যাগপূর্বক সেবকের সুষ্ঠু বিচারে আপনাকে প্রতিষ্ঠিত করিলেন।