হেন পুণ্যকীর্তি প্রতি অনাদর যার।
সে কভু না জানে গুপ্ত মোর অবতার॥
যে ভাগবতশ্রবণরঙ্গে মহাদেব ভবানী-ভর্তৃত্ব প্রভৃতি অভিমান-বসন পরিত্যাগ করিয়া দিগ্বাস গ্রহণ করেন, যাঁহার নিত্যকীর্তি- সমূহ অনন্ত-শক্তিমান্ মহীধর অনন্তদেব নিরন্তর গান করেন, শুক, নারদ প্রভৃতি সংসার-মুক্ত মহাভাগবতগণ যাঁহার গুণগান শ্রবণে প্রাপঞ্চিক কঠিন বিধি প্রক্ষেপ করিয়া ভগবৎ-প্রেমে উন্মত্ত, চতুর্ধা বেদ যাঁহার যশের মহত্ত্ব বর্ণনে সর্বদা ব্যস্ত, সেই সকল গুরুবর্গের ও শুদ্ধ জ্ঞানের যাহারা বিরোধী, তাহারা কখনই প্রপঞ্চে ভগবদবতরণের বিষয় সুষ্ঠুরূপে বুঝিতে পারে না।