সত্য মোর লীলা-কৰ্ম, সত্য মোর স্থান।
ইহা মিথ্যা বলে, মোরে করে খান খান॥
যদি কেহ সচ্চিদানন্দ-বিগ্রহের অধিষ্ঠান ‘কল্পিত’ জ্ঞান করেন, ভগবানের লীলা-সমূহ অনিত্য মনে করেন, বৈকুণ্ঠাদির কাল্পনিকতা প্রচার করেন, তাহা হইলে সেই ভগবদ্বস্তুতে দেহদেহিবিচার, তদ্রপবৈভবে প্রাপঞ্চিক খণ্ডিত বিচারের আরোপ করা হয় মাত্র। এই প্রকার ভগবদ্হিংসা যে সকল ব্রহ্মজ্ঞ-অভিমানী ব যোগিগণ করিয়া থাকেন, তাঁহারা ভগবানের অখণ্ড বিচার হইতে—অদ্বয়জ্ঞান ব্রজেন্দ্রনন্দনের সেবা হইতে চিরতরে বিচ্ছিন্ন হইয়া আংশিক অনিত্য বিচারে প্রতিষ্ঠিত হন।