পুণ্য পবিত্রতা পায় যে অঙ্গ পরশে।
তাহা মিথ্যা বলে বেটা কেমন সাহসে॥
মায়াবাদিসম্প্রদায় প্রপঞ্চ মিথ্যা বিচারপূর্বক পুণ্য, পবিত্রতা, সত্ত্বগুণের অধিষ্ঠান প্রভৃতিকে পাপ, অপবিত্রতা, রজঃ-সত্ত্ব তমোমিশ্র প্রভৃতি বলিয়া মনে করায় তাঁহাদের কাল্পনিক চিন্তাস্রোত বাস্তবসত্যের অনুসন্ধান হইতে বঞ্চিত হয়। কিন্তু সর্বশক্তিমান ভগবান্ সকল সত্তার একমাত্র আধার। নিজ অঙ্গ ও অঙ্গীর মধ্যে পার্থকা বিদূরিত করিয়াই তাঁহার নিত্য অবস্থিতি—এ কথা যাঁহারা বুঝিতে পারেন না, তাঁহারা প্রপঞ্চের মিথ্যাত্ব দর্শন করিয়া ভগবহেদ্দেঽহিভেদের আরোপপূর্বক সত্য হইতে ভ্রষ্ট হন। অতিসাহস-বিশিষ্ট ব্যক্তিগণই নিত্য চিদানন্দময় অধিষ্ঠানের বিগ্রহকে মিথ্যা বলিবার ধৃষ্টতা করিয়া থাকেন।