Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 36

Language: বাংলা
Language: English Translation
  • ব্রহ্মশিবাদি-বন্দ্য শ্রীবিগ্রহকে অস্বীকার করায় সর্বনাশ লাভ—

    সত্য কহোঁ মুরারি আমার তুমি দাস
    যে না মানে মোর অঙ্গ, সেই যায় নাশ

    শ্রীগৌরসুন্দর মুরারিকে বলিলেন, “আমি পুরুষোত্তম বস্তু, তুমি আমার আশ্রিত দাস মাত্র। আমি আমার অন্তর এবং বাহ্য অঙ্গসমূহের অঙ্গী। বাহ্য অঙ্গগুলিকে যাহারা অন্তর-অঙ্গের সহিত সমপর্যায়ে গণনা করে, তাহারাই মায়ায় আবদ্ধ হইয়া আমার অন্তর-অঙ্গ ‘বৈকুণ্ঠ’ বুঝিতে পারে না। মায়াবাদী আমার শ্রীবিগ্রহে দেহ-দেহীভেদের আরোপ করে। মায়াবাদী যদিও বিচার-চাঞ্চল্য প্রকাশ করিয়া মায়া-প্রসূত জগৎকে মিথ্যা বলে, তথাপি আত্মম্ভরিতাক্রমে নিজের বহিঃপ্রজ্ঞা চালনা করিয়াই অন্তঃপ্রজ্ঞাকে সমশ্রেণীস্থ মনে করে এবং নির্বাণ মুক্তির প্রয়াসী হয়। সেইরূপ চেষ্টা আত্মবিনাশের লক্ষণ মাত্র। কিন্তু নিজ দাস কখনও নিজ প্রভুর সহিত অভিন্ন হইতে চায় না। অভিন্ন হইবার প্রয়াসই আত্মবিনাশ মাত্র।’’

Page execution time: 0.0431070327759 sec