প্রভু-কর্তৃক স্মার্তবিচারের দোহাই দিয়া মুরারির জাতি-নাশের আশঙ্কা জ্ঞাপন—
প্রভু বলে,—“আরে বেটা জাতি গেল তোর।তোর অঙ্গে উচ্ছিষ্ট লাগিল সব মোর ”॥
স্মৃতিশাস্ত্রের বিচারানুসারে উচ্ছিষ্টভোজীর জাতিনাশ ঘটে।