পবন-কারণে যেন শুষ্ক তৃণ চলে।জীবের সকল ধর্ম তোর শক্তিবলে ”॥
যেরূপ শুষ্ক ঘাস অপেক্ষাকৃত লঘু হওয়ায় বায়ু দ্বারা সহজেই বিচলিত হয়, সেইরূপ মূলাধার ভগবৎশক্তি জীবের সকল ধর্মের নিয়মন করিয়া থাকেন।