জয় গদাধর-প্রাণনাথ মহাশয়।কৃপা কর প্রভু যেন তোহে মন রয়॥
শ্রীগদাধরপণ্ডিত গোস্বামী মধুর রতির আশ্রয়ে সর্বতোভাবে কৃষ্ণসেবা করেন। অভিন্ন ব্রজেন্দ্রনন্দন শ্রীগৌরসুন্দর শ্রীগদাধরের হার্দ্দী চেষ্টার প্রভু।