চৈতন্য-বিমুখ বা কপট ভাগবত-পাঠকের সঙ্গ পরিবর্জনপূর্বক শুদ্ধ চৈতন্যদাসগণের সঙ্গই বাঞ্ছনীয়—
চৈতন্য-চরণে যার আছে মতিগতি।
জন্ম জন্ম হয় যেন তাঁহার সংহতি॥
কপট ভাগবত--পাঠকের বা কথকের সঙ্গ পরিবর্জন করিয়া শ্রীচৈতন্যের অকৃত্রিম দাসগণের সঙ্গই জন্মে জন্মে মনুষ্যের প্রার্থনীয়। চৈতন্য-বিমুখ মায়াবাদীর সঙ্গ আদৌ প্রয়োজনীয় নহে।