Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 150

Language: বাংলা
Language: English Translation
  • আত্মেন্দ্রিয়-তর্পণ-বাসনায় ভাগবত কথক-পাঠকের জগদ্‌গুরু নিত্যানন্দ-নিন্দাকালে সর্বনাশ—

    ভাগবত পড়িয়াও কারো বুদ্ধিনাশ
    নিত্যানন্দ-নিন্দা করে হইবে সর্বনাশ

    অনেক ভাগবত কথক ও পাঠক ভগবান্‌ ও ভক্তের নিন্দা করিয়া নিজ উপার্জন ও ইন্দ্রিয়তর্পণ অবাধে চালাইবার জন্য ভাগবতের তাৎপর্য বিকৃত করিয়া জগতে জঞ্জাল উপস্থিত করে এবং আত্মবিনাশ সাধন করে। তাহারা বৈষ্ণব-গুরুর পাদপদ্ম পরিত্যাগ পূর্বক শ্রীনিত্যানন্দ-চরণে অপরাধী মায়াবাদী, জ্ঞানী, কর্মী, অন্যাভিলাষীকে স্বীয় গুরুপদে প্রতিষ্ঠিত করিয়া নিজেরাও ভগবৎ-ভাগবত-কৃপা-লাভে চিরবঞ্চিত হয় এবং তৎসঙ্গে জগতের বহু ব্যক্তির সদ্ধর্মানুগমনে বাধা দিয়া তাহাদিগকে সংসারের ক্লেশ ভোগ করায়।

Page execution time: 0.037829875946 sec