অনিন্দকের একবার কৃষ্ণনামোচ্চারণেই ভগবদনুগ্রহ লাভ—
অনিন্দক হই যে সকৃৎ ‘কৃষ্ণ’ বলে।
সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিব হেলে॥
সাধুদিগের নিন্দা পরিত্যাগ করিয়া যিনি একবারমাত্রও নাম উচ্চারণ করেন, তিনি অনায়াসে ভগবদনুগ্রহ লাভ করেন। কিন্তু নামাপরাধী সাধু-নিন্দা করিয়া শ্রীগুরুপাদপদ্মে অপরাধ করে এবং গুরুনিন্দা করিয়া ভগবচ্চরণে অপরাধী হয়। ক্রমে ভগবন্নিন্দা করিয়া ভগবন্নামের ফল প্রেমা লাভ করা দূরে থাকুক, অষ্টপাশবদ্ধ হইয়া নামাপরাধের ফলে ধর্ম, অর্থ ও কাম পর্যন্তও লাভ করিতে অসমর্থ হয়।
ইতি শ্রীচৈতন্যভাগবতে মধ্যখণ্ডে মুরারিগুপ্ত প্রভাব-বর্ণনং নাম বিংশতিতমোঽধ্যায়ঃ।