সাধুনিন্দা-শ্রবণে তৃষ্ণীম্ভাব-ধারণকারীর অধঃপাত—
সাধুনিন্দা শুনিলে সুকৃতি হয় ক্ষয়।
জন্ম জন্ম অধঃপাত—বেদে এই কয়॥
অনেকে সমন্বয়-বাদের ছলনায় সাধু-গুরু বৈষ্ণবের নিন্দা শ্রবণ করিয়াও তুষ্ণীম্ভাব অবলম্বন করে। তাহারা বহুজন্ম অধঃপাতে পতিত হয়। তাঁহাদের সকল সৌভাগ্য ক্ষীণ হইয়া পড়ে। “নিন্দাং ভগবতঃ শৃণ্বন্ তৎপরস্য জনস্য বা। ততো নাপৈতি যঃ সোঽপি যাত্যধঃ সুকৃতাচত্যুতঃ॥’’
(ভক্তিসন্দর্ভ ২৬৫ সংখ্যা দ্রষ্টব্য)।