প্রভু বলে,—“এ-ত সত্য?”গুপ্ত বলে,—“হয়।”
“কাতিখানি দেহ মোরে” প্রভু কাণে কয়॥
শ্রীগৌরসুন্দর মুরারির সহিত কৃষ্ণকথা বলিতে বলিতে কৃপান্বিত হইয়া বলিলেন,—‘মুরারি, আমার বাক্য পালন কর।’ তদুত্তরে মুরারি বলিলেন,—‘এই শরীর তোমার।’ তখন প্রভু তাঁহার কাণে কাণে বলিলেন, যদি তুমি সত্যকথা বলিয়া থাক, তাহা হইলে যে শাণিত কাটারিখানি ঘরে আনিয়া রাখিয়াছ, তাহা আমাকে দাও।