এতেক নির্বেদ গুপ্ত চিন্তি’ মনে মনে।
খরসান কাতি এক আনিল যতনে॥
একদিন মুরারিগুপ্ত ভগবানের অবতার-সমূহের কথা চিন্তা করিয়া দেখিলেন, যে ভগবদবতারসমূহ লীলা প্রকট করিয়া উহা সঙ্গোপন করেন, রাবণের বংশ ধ্বংস করিয়া সীতা উদ্ধার করত পুনরায় তাঁহাকে পরিহার করেন, প্রাণপ্রতিম যদুকুল ধ্বংস করিবার ব্যবস্থা করেন; সুতরাং ভগবানের প্রকটকালে তিনি আত্মসংহার ইচ্ছা করিয়া একটি শাণিত অস্ত্র আত্মবিনাশের জন্য সংগ্রহ করিলেন।