শ্রীগৌরসুন্দরের জয়গান—
জয় জয় গৌরসিংহ শ্ৰীশচীকুমার।
জয় সর্বতাপহর চরণ তোমার॥
শ্রীগৌরসুন্দরের চরণ আশ্রয় করিলে জীবের সকল প্রকার আধ্যক্ষিক তাপ বিনষ্ট হয়। শ্রীগৌরসুন্দর কোন ঔপাধিক ব্যাপারের প্রশ্রয়দাতা নহেন তিনি জীবের স্বরূপোদ্বোধন করাইয়া তাঁহাকে সর্বপ্রকার জাগতিক তাপ হইতে বিমুক্ত করেন।