আপনে-আপনে কহে মনে-মনে কথা।ক্ষণে বলে,—“ছিণ্ডোঁ ছিণ্ডোঁ পাষণ্ডীর মাথা’॥
ক্ষণে...মাথা——‘পাষণ্ডিগণের মস্তক ছিড়িয়া ফেলিব অর্থাৎ চূর্ণ করিব’।