Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 62

Language: বাংলা
Language: English Translation
  • যে-সব অধম লোক কীর্তনেরে হাসে।
    তোমা’ হৈতে তাহারা ডুবুক কৃষ্ণরসে॥

    কৃষ্ণকীর্তনই যে সমগ্রজীবের একমাত্র নিত্য অনুশীলনীয়, তাহা যাহারা বুঝিতে না পারিয়া অথবা নিজেদের ইন্দ্রিয়তর্পণের প্রতিবন্ধক বলিয়া বুঝিতে পারিয়া কৃষ্ণকীর্তনের প্রতি পরিহাস বা উপহাস করে, সেই কৃষ্ণজ্ঞানহীন লোকসকল তোমার প্রেমবলের কণামাত্র লাভ করতঃ কৃষ্ণভক্তিরসামৃত-সিন্ধুর বিন্দু পান করিয়া অনুক্ষণ কৃষ্ণসেবায় নিমগ্ন হউক। তুমি জগদ্‌গুরুর কার্য করিয়া তাহাদিগকে কৃষ্ণসেবন বুদ্ধি প্রদান-পূর্বক সর্বক্ষণ কৃষ্ণভজনে নিয়োগ কর॥

Page execution time: 0.0383131504059 sec