বলহ বলহ কৃষ্ণ, হও কৃষ্ণদাস॥
তোমার হৃদয়ে কৃষ্ণ হউন প্রকাশ॥
তোমার .....প্রকাশ,—তখনও ভক্তগণ বিশ্বম্ভরকে স্বয়ং ভগবান্, শ্রীকৃষ্ণস্বরূপ না জানিয়া পাল্য-ভক্তজ্ঞানে এই বলিয়া আশীর্বাদ ও স্তুতি করিতেছেন,—“তোমার শুদ্ধ নির্মল চিন্ময়-হৃদয়ে কৃষ্ণের অপ্রাকৃত নাম, রূপ, গুণ, পরিকরবৈশিষ্ট্য ও লীলাময় কৃষ্ণ, কৃষ্ণভক্তি ও কৃষ্ণপ্রেমাত্মক অদ্বয়জ্ঞান কৃষ্ণ আবির্ভূত, প্রকটিত বা অবতীর্ণ হউন।