প্রভুর আদর্শ অমানিত্ব ও মানদত্ব-দর্শনে ভক্তগণের
তাঁহাকে আশীর্বাদ ও স্ব-দুঃখ-নিবেদন —
দেখি’ বিশ্বম্ভরের বিনয় ভক্তগণ।
অকৈতব আশীর্বাদ করে’ সর্বক্ষণ॥
অকৈতব,—কৃষ্ণসেবা ব্যতীত ধর্ম, অর্থ, কাম, মোক্ষ বা সিদ্ধি বাঞ্ছাই ‘কৈতব’ বা ‘কাপট্য’; সেইসকল বাঞ্ছাবিরহিত কেবল-কৃষ্ণসেবা বাঞ্ছা-মূলক।