কৃষ্ণভজন-লাভাৰ্থ কৃষ্ণজন-ভজনে সকলকে
উপদেশ—
কৃষ্ণ ভজিবার যার আছে অভিলাষ।
সে ভজুক কৃষ্ণের মঙ্গল প্রিয়দাস॥
বহুজন্মের পুঞ্জ- পুঞ্জ সুকৃতি-ফলে যদি কাহারও সৌভাগ্যক্রমে কৃষ্ণসেবায় অভিলাষ হয়, তাহা হইলে তিনি কৃষ্ণপ্রিয়জনগণেরই সর্বক্ষণ সেবা করুন, তৎফলেই তিনি কৃষ্ণের শুদ্ধা সেবা লাভ করিবেন। কৃষ্ণপ্রিয় সেবকগণই সমগ্রজগতের একমাত্র নিত্য কল্যাণকারী ॥