স্বয়ং প্রভু হইয়াও জগদ্গুরু-লোকশিক্ষকরূপে প্রত্যহ
শ্রীবিশ্বস্তরের স্বীয়-ভক্তসেবাদর্শ-প্রদর্শন—
এইমত প্রতিদিন প্রভু বিশ্বম্ভর।
আপন-দাসের হয় আপনে কিঙ্কর॥
শ্রীগৌরসুন্দর সাক্ষাৎ অনন্তব্রহ্মাণ্ড-পরাব্যোম-বৈকুণ্ঠগোলোক-বৃন্দাবন-পতি হইয়াও নিজ-ভৃত্যবর্গের কৈস্কর্যানুষ্ঠানদ্বারা নিত্য-কল্যাণার্থী নিষ্কপট শুশ্ৰষু জীবকূলকে সর্বোত্তম বৈষ্ণব-সেবাদর্শ শিক্ষা দিতে লাগিলেন।