নিজ-ভক্তের আশীর্বাদ শ্রবণে প্রভুর কৃপা-দৃষ্টি—
আশীর্বাদ শুনিয়া প্রভুর বড় সুখ।সবারে চাহেন প্রভু তুলিয়া শ্ৰীমুখ।৷