অনুভবে যাঁরে স্তুতি করে বেদ মুখে।
শ্রীবাসের দাস-দাসী তাঁরে দেখে সুখে॥
ইতি শ্রীচৈতন্যভাগবতে মধ্যখণ্ডে শ্রীসংকীর্তনারম্ভ-বর্ণনং নাম দ্বিতীয়ােহধ্যায়ঃ।
অনুভবে— মুখে,—-বেদশাস্ত্র মুখ অর্থাৎ বিভিন্ন মন্ত্রবাণীর অথবা বেদবদন ব্যাকরণ-শাস্ত্র- দ্বারা অথবা দিব্যসূরিগণ বেদমন্ত্রদ্গান-দ্বারা পরোক্ষজ্ঞানে যাঁহাকে স্তব করেন।