তৎক্ষণাৎ নারায়ণীর কৃষ্ণনামে অশ্রুপাত—
চারি বৎসরের সেই উন্মত্ত-চরিত॥‘হা কৃষ্ণ’ বলিয়া কান্দে, নাহিক সম্বিত॥
উন্মত্তচরিত— কৃষপ্রেমবিহ্বলস্বভাববিশিষ্টা;
সম্বিৎ—,বাহ্যজ্ঞান বা অনুভূতি।