‘শুন শুন, ওহে রাজা! সত্য মিথ্যা জান।
যতেক মোল্লা কাজী সব তোর আন॥
মোল্লা (তুর্কী শব্দ মুল্লা),—মুসলমান মহাপণ্ডিত, ধর্মযাজক বা বিচারপতি; কাজী,—মুসলমান-ধর্ম ও রীতিনীতির অনুমোদিত ব্যবস্থা দাতা বা বিচারপতি।
‘সত্য-মিথ্যা জান’,—কোন্টী সত্য, কোনটী মিথ্যা, তাহা জ্ঞাত হও।