যদি বা এমত নহে, জিজ্ঞাসিবে মোরে॥সেহো মোর অভীষ্ট শুন কহি তোরে॥
যদি ইহাও না ঘটে অর্থাৎ রাজা অন্যরূপ ইচ্ছা বশতঃ আমাকে জিজ্ঞাসা করে, তাহা হইলে আমি যাহা করিব, ইচ্ছা করিয়াছি, তাহাও তোমাকে বলিতেছি, শ্রবণ কর ।